দুই ডজন মামলার আসামী ছিনতাইকারী সোহেল পুলিশের খাঁচায়

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৫, ১০:৪৩ অপরাহ্ণদুই ডজন মামলার আসামী ছিনতাইকারী সুহেল আহমদ অবশেষে পুলিশের খাঁচায় বন্দি হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকালে ধাওয়া দিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, ছিনতাইকারী সোহেলকে ধরতে রোববার বিকাল থেকে অভিযান শুরু করে পুলিশ। বিকাল ৩টার দিকে সিএনজি অটোরিক্সাযোগে নগরীর মেন্দিবাগ অতিক্রমকালে পুলিশকে তাকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে পুলিশ প্রায় দেড় কিলোমিটার দূরবর্তী কুশিঘাট হযরত বোরহান উদ্দিন মাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে, তাকে বহনকারী সিএনজি অটোরিক্সাটি আটক করা যায়নি।
ওসি জানান, সুহেলের বিরুদ্ধে কোতোয়ালী থানাসহ এসএমপির বিভিন্ন থানায় প্রায় দুই ডজন মামলা রয়েছে।
. . . . . . . . .