৬ নং কুপে উত্তোলন শুরু : জাতীয় গ্রিডে যুক্ত হবে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৫, ১০:৪০ অপরাহ্ণসিলেট জালালাবাদ গ্যাস ফিল্ডের লাক্কাতুরায় শেভরনের খননকৃত ৬ প্যাডের নতুন কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। রোববার আনুষ্ঠানিকভাবে এ গ্যাস উত্তোলন শুরু হয়। এই উপলক্ষে গ্যাস প্লান্টে ফার্স্ট গ্যাস সেলিব্রেশন পালিত হয়েছে।
শেভরনের সূত্রে জানাগেছে, নতুন গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের ফলে শেভরন জালালাবাদ এখন আরো ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিড লাইনে সংযুক্ত করতে সক্ষম হবে
নতুন কূপ থেকে গ্যাস উত্তোলন উপলেক্ষে গ্যাস প্লান্টে সুপারিন্টেনডেন্ট চৌধুরী হাফিজ রুমেল কেক কেটে গ্যাস সরবরাহের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নভরাজ কান্ডোলা, সাহিদ সিদ্দিকি, নাজমুল কায়সার, জেমস কেনন, মতিউস সামাদ চৌধুরী, জুলফিকার আহমদ চৌধুরী, কে এম রাজিউল হাসান, এম এ রকিব, সলিল বরন দাস, খুরশেদ আরেফিন, ফরিদ আহমদ, মাসুদ রানা,রনি কুমার দে, আব্দুল্লাহ আল মামুন,কামাল আহমদ, বদরুদ্দোজা বদর, পারভেজ কামাল পাশা, ইমতিয়াজ আহমদ, শিবানী সিনহা, সাকেরা সুলতানা, তানজিনা বেগম প্রমুখ।
. . . . . . . . .