নগরীর সুবিদবাজার থেকে দুই শিবির নেতা গ্রেফতার

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৫, ১০:৩৪ অপরাহ্ণনগরীর সুবিদবাজার কলাপাড়া থেকে দুই শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার দিবাগত রাত ২ টার দিকে সিলেট কেতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলেন- কোতোয়ালি থানা শিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে মহানগর শিবিরের আইন বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম ও সিলেট সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ড শিবিরের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজন ওরফে বাবু।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, গ্রেফতারদের বিরুদ্ধে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একাধিক মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি এ দু’জনের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।
. . . . . . . . .