বিয়ানীবাজারে ছাত্রদল নেতা আদনানের জানাযা সম্পন্ন

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৫, ১০:২৮ অপরাহ্ণবিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়ন ছাত্রদলের তরুণ নেতা আব্দুল্লাহ ইয়াহইয়া আদনানের জানাযা সম্পন্ন হয়েছে।
ছাত্রদল নেতা আদনান উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আকাখাজানা গ্রামের নুরুল ইসলামের পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বৎসর। রবিবার বেলা ২টায় আকাখাজানা কেন্দ্রিয় জামে মসজিদ প্রাঙ্গনে জানাজার নামাজের জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, ছাত্রদল নেতা আব্দুল্লাহ ইয়াহইয়া আদনান শনিবার সন্ধ্যায় নিজ বাড়ির পুকুরে গোসল করতে নেমে উচ্চরক্তচাপে আকস্মিক আক্রান্ত হন তিনি। পরে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে আদনান মা-বাবা,ভাই-বোন ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
এদিকে আদনানের আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো আকাখাজানা গ্রামে। আদনানের জানাজায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ছিদ্দিক আহমদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খাঁন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মিছবাহ উদ্দিন, যুগ্ম আহবায়ক এম এ সামাদ তাপাদার বাবেল সজিব আহমেদ, সাংবাদিক শিপার আহমেদসহ উপজেলার সর্বস্তরের জনসাধারণ।
. . . . . . . . .