বেতন বৈষম্য নিরসনে বৈঠকে মন্ত্রিসভা কমিটি

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৫, ২:৩৩ অপরাহ্ণজাতীয় বেতন কাঠামোতে যে বৈষম্য রয়েছে তা দূর করতে বৈঠকে বসেছে বেতন বৈষম্য নিরসন দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এটি তাদের প্রথম বৈঠক।
রোববার দুপুর দেড়টার দিকে অর্থ মন্ত্রণালয়ের সভা কক্ষে এ বৈঠক শুরু হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, শিক্ষা সচিব নজরুল ইসলাম খান প্রমুখ।
বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা চললেও পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন, পদমর্যাদা ও স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে মূল আলোচনা হচ্ছে বলে সূত্রে জানা গেছে।
. . . . . . . . .