কে ধরবেন সিলেট বিএনপির হাল : ডা. শাখাওয়াত না সামসুজ্জামান

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৫, ১০:২৫ পূর্বাহ্ণএকসময় সিলেট বিএনপির অভিভাবক ছিলেন সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান। সিলেট-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে সিলেটের রাজনীতিতে অনেকটা প্রভাব বিস্তার করেন এম ইলিয়াস আলী। এ অবস্থায় সিলেটে তৈরি হয় দুটি বলয়। প্রকাশ্যে বিএনপির দুটি ধারা তৈরি হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হস্তক্ষেপে বিরোধ কমলেও দুটি ধারাই থেকে যায় সিলেট বিএনপির রাজনীতিতে। এম ইলিয়াস আলীর হাত ধরে ২০০৯ সালে সিলেট বিএনপির রাজনীতিতে প্রবেশ করেন সমশের মবিন চৌধুরী। তিনিও ইলিয়াস আলীর সঙ্গে স্থানীয় রাজনীতিতে কোন্দলে জড়িয়ে পড়েন। সাইফুর রহমান মারা যাওয়ার পর সিলেট বিএনপির রাজনীতি হয়ে পড়ে সমশের-ইলিয়াসনির্ভর। সর্বশেষ ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর সিলেট বিএনপিতে কিছুটা স্থান করে নেন সমশের মবিন। গত বুধবার তিনি আকস্মিক পদত্যাগ করার পর কে ধরছেন সিলেট বিএনপির হাল? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সিলেট বিএনপির নেতাকর্মীদের মধ্যে।
গত বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের কাছে পদত্যাগের বিষয়টি খোলাসা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান সমশের মবিন চৌধুরী। তার পদত্যাগের পরপরই সিলেটসহ সারাদেশে এ নিয়ে আলোচনা শুরু হয়। গণমাধ্যমে তার পদত্যাগের ব্যাপারটি ফলাও করে প্রচার পায়। সাংবাদিকদের কাছেও ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন সমশের মবিন। তার পদত্যাগের পরপরই আকস্মিকভাবে সিলেট সফরে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সিলেট আসার পর জেলা বিএনপিতে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেতাকর্মীদের মধ্যে_ এখন কে ধরছেন সিলেট বিএনপির হাল?
গত শুক্রবার সিলেট সফরের সময় বিএনপি নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের আগে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে ঘরোয়া বৈঠক করেন মির্জা ফখরুল। ওই বৈঠকে উপস্থিত থাকা বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে সমকালকে বলেন, দলের একজন সিনিয়র নেতা হয়েও তার (মির্জা ফখরুল) সিলেট সফরের কোনো আগাম সংবাদ জানা ছিল না। বিভিন্ন গণমাধ্যমে জেনেছি তার আসার সংবাদটি। ওই নেতা জানান, বৈঠকের আগে মির্জা ফখরুল নেতাকর্মীদের নার্ভাস না হওয়ার আহ্বান জানিয়েছেন। মির্জা ফখরুল তাদের উদ্দেশে বলেন, সমশের মবিন চলে গেলেও সিলেটে আরও বড় মাপের নেতা রয়েছেন। তারাই সিলেট বিএনপির রাজনীতি দেখভাল করবেন। তবে বড়মাপের কোন নেতা সিলেট বিএনপির হাল ধরবেন_ সেটি তাদের কাছে মির্জা ফখরুল খোলাসা করেননি।
এই বৈঠকে উপস্থিত বিএনপির আরেক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তার সফরের পুরো অংশই ছিল সমশের মবিনকে নিয়ে। সাংবাদিকদের প্রশ্ন ছিল সমশের মবিনের পদত্যাগ বিষয়ে। যেহেতু সমশের মবিনের পদত্যাগের পরদিন তিনি সিলেটে এসেছেন, তাই অনেকেই তার এ সফরকে দেখছেন ভিন্ন চোখে। ওই নেতা বলেন, মির্জা ফখরুলের তাৎক্ষণিক সিলেট সফর নেতাকর্মীদের কিছুটা সংশয়ে ফেলে দিয়েছে। এমনিতেই সিলেট বিএনপি বহুধা বিভক্ত। এমনকি কোনো কমিটি নেই। জেলা ও নগর কমিটি চলছে আহ্বায়ক দিয়ে। এ অবস্থায় সমশের মবিনের পদত্যাগ এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিবের আকস্মিক সিলেট সফর জন্ম দিয়েছে নানা প্রশ্নের।
এদিকে মির্জা ফখরুলের সিলেট সফরের পরপরই বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের সহসভাপতি এড সামসুজ্জামান জামান’র নাম শোনা যাচ্ছে। তারা যে কেউ সিলেট বিএনপির দায়িত্ব নিতে পারেন বলে গুঞ্জন উঠেছে।
. . . . . . . . .