ইয়াবা ও হেরোইনসহ র্যাবের খাঁচায় নারী

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৫, ৯:৩৫ পূর্বাহ্ণসুনামগঞ্জ জেলার মাইজবাড়ী বদিপুর গ্রাম থেকে ১৭ পিস ইয়াবা ও ১২ পুরিয়া হেরোইনসহ এক নারীকে আটক করেছে র্যাব ।
শনিবার সন্ধ্যায় গোপণ সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নিজ বাড়ি থেকে ওই মহিলাকে আটক করা হয়।
তার নাম মোছা. মরিয়ম বেগম (৪০)। তিনি মাইজবাড়ীর মো. ফজলুল মিয়ার স্ত্রী ।
র্যাব-৯ সূত্র জানায়, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র এএসপি মো. হায়াতুন-নবী নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসপি মোহাম্মদ খোরশেদ আলম ও সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করে ।
র্যাব-৯ এর সহকারি পরিচালক এএসপি মাঈন উদ্দিন চৌধুরী শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ।
. . . . . . . . .