সিলেটের জাফলং থেকে মহিলার কংকাল উদ্ধার : হাতে তাঁর সোনার চুড়ি

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৫, ৯:৩২ পূর্বাহ্ণসিলেটের জাফলং ভ্যালি স্কুল এলাকায় অজ্ঞাত পরিচয় এক নারীর গলিত লাশ পাওয়া গেছে। সন্ধ্যা ৭টায় পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, শনিবার বিকাল ৫টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার জাফলং ভ্যালী বোডিং স্কুল এলাকায় প্রায় কংকাল অবস্থায় এক নারীর গলিত লাশ দেখতে পায় স্থানীয় জনতা। লাশটি পুরো গলে যাওয়ায় তার পরিচয় সনাক্ত করা যায়নি। তবে ওই নারীর হাতে একটি সোনার চুড়ি রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জাফলং ভ্যালী বোডিং স্কুল এলাকার ভিতরে সিলেট-তামাবিল মহাসড়ক হতে প্রায় ১শ’ মিটার ভিতরে একটি নালার পাশে জঙ্গলের মধ্যে কংকালটি পড়ে রয়েছে। লাশের হাতে একটি সোনার চুড়ি রয়েছে। এছাড়া নালার অন্য পাশে একটি ছুরি পড়ে রয়েছে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির বলেন, গলিত লাশটি উদ্ধার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। . . . . . . . . .