ফেনিতে হিন্দুপাড়ায় হামলা: সেই প্রসূতির অবস্থার উন্নতি

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৫, ৯:২৪ পূর্বাহ্ণফেনী সদরে সন্ত্রাসী হামলায় গর্ভস্থ শিশুর মৃত্যুর পর চিকিৎসাধীন প্রসূতি তুলসি রানী দাস কনিকার অবস্থা এখন উন্নতির দিকে।
শনিবার ফেনী সদর হাসপাতালে তিন সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসদের নিয়ে তার চিকিৎসা সেবায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
তুলসী রানী দাস কনিকা ফেনী সদরের উপজেলার পাচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারার জেলেপাড়ার বাসিন্দা। তার খোঁজ খবর নিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তাপস পাল ফেনী এসেছেন। জেলে পাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথাও বলেছেন।
এদিকে, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম সংখ্যালঘু পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। আগামীতে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না বলেও এসময় সংখ্যালঘু পরিবারকে আশ্বস্ত করেন পুলিশ সুপার।
ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অসীম কুমার সাহা জানান, সদর হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রসূতির অবস্থা উন্নতির দিকে। এখন তিনি শঙ্কামুক্ত।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, পুলিশ সুপারের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার। তিনি আরো জানান, সন্ত্রাসী হামলায় গর্ভস্থ নবজাতক নিহতের ঘটনায় আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মধ্যরাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে মাথিয়ারার জেলেপাড়ায় আতশবাজি ফুটানোকে কেন্দ্র করে হিন্দু বাড়িতে হামলা হয়। এসময় সাত মাসের গর্ভবতী তুলসী রানী দাস কনিকার গর্ভের সন্তান মারা যায়।
. . . . . . . . .