নারায়ণগঞ্জে কাউন্সিলরকে কুপিয়ে আহত

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৫, ৯:০১ পূর্বাহ্ণনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।
শনিবার সন্ধ্যা ছয়টার দিকে বন্দরের জামাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিটি করপোরেশনর রাস্তা প্রশস্ত করতে গেলে রাস্তা অবৈধভাবে দখল করে রাখা সন্ত্রাসীরা এ হামলা চালায়।
পরে গুরুতর অবস্থায় কাউন্সিলরকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে আহতকে দেখতে সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, প্যানেল মেয়র মনির হোসেন ও কাউন্সিলর হান্নান সরকার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ছুটে যান।
আহত কাউন্সিলর সুলতান আহমেদের ভাগ্নে পনির জানান, সন্ধ্যায় বন্দর গার্লস স্কুল থেকে রাজবাড়ি পর্যন্ত রাস্তাটি প্রশস্ত করার কাজ তদারকি করছিলেন কাউন্সিলর সুলতান। রাস্তাটির এক অংশে দোকান ও বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করে রাস্তার জায়গা দখল করে রেখেছে জাতীয় পার্টির কর্মী পরিচয়দানকারী হাবিবুর রহমান হবি ও তার মেয়ে জামাই আলামিন। এ নিয়ে কয়েকদিন ধরে এলাকাবাসীর সাথে আলোচনার পর জমির মালিক আলামিন জায়গা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্তের পর শনিবার রাস্তা প্রশস্ত করার কাজ ধরে সিটি করপোরেশন। কিন্তু এর পরেও বিকেলে হাবিবুর রহমান হবি এসে কাজে বাধা দেয়।
আহত কাউন্সিলর সুলতান আহমেদ জানান, স্থানীয় ভূমিদস্যু হাবিবুর রহমান হবি সিটি করপোরেশনের জায়গা অবৈধভাবে দখল করে রেখে সেখানে দোকানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে রেখেছে। আমরা এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা প্রশস্ত করতে গেলে শনিবার বিকেলে সে আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। সন্ধ্যায় এসে প্রথমে হবি আমাকে কোপ দেয়। পরে তার সাথে থাকা সিরাজুল, সাকিবুল, বোখরা ফরিদ, রাজিব ও সজিব ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জহিরুল ইসলাম জানান, কাউন্সিলর সুলতানের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে। তিনি এখনো আশঙ্কামুক্ত নয়। তার চিকিৎসা চলছে।
মেয়র আইভী বলেন, এলাকাবাসী রাস্তা প্রশস্ত করার জন্য আমার কাছে লিখিত আবেদন করেছিল। তাদের আবেদনের প্রেক্ষিতে সিটি করপোরেশন এখানে রাস্তার কাজ করছিলো। কিছু সন্ত্রাসী সিটি করপোরেশনের জায়গা দখল করে রেখেছিলো। এলাকাবাসীকে নিয়ে কাউন্সিলর সুলতান অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার সময় ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়।
নারায়ণগঞ্জ বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হাবিবুর রহমান হবির মেয়ে জামাই আলামিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা ঘটনা তদন্ত করে দেখছি।
. . . . . . . . .