ঢাকায় ব্লগার ও প্রকাশকদের ওপর হামলা : টুটুল ও বসুর জন্ম শহর সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৫, ৯:০৭ পূর্বাহ্ণঢাকায় এক ব্লগার লেখক ও প্রকাশককে কুপিয়ে হত্যা এবং তিনজনকে গুরুতর আহত করার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। গতকাল সন্ধ্যায় সুনামগঞ্জের তরুণ কবি ও লেখকদের সংগঠন ‘মুক্তমনা তারুণ’ এই মিছিল ও প্রতিবাদ সভা করে।
হামলায় আহত প্রকাশক আহমেদুর রশিদ সুনামগঞ্জের দিরাই ও রণদীপম বসু সুনামগঞ্জ শহরের সন্তান। তাদের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জের প্রগতিশীল তরুণরা এই বিক্ষোভ মিছিল সমাবেশ করেন। গতকাল শনিবার সন্ধ্যায় শহরের পৌরবিপণি এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের সদস্যরা। মিছিল শেষে শহরের আলফাত স্কয়ার এলাকায় প্রতিবাদ সভা করে তাঁরা।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও লেখক মুক্তাদীর আহমদ, কলেজ শিক্ষক এনামুল কবির, আইনজীবী কল্লোল তালুকদার, সাংবাদিক শামস শামীম, শিমন চৌধরী, রইসুজ্জামান প্রমুখ। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। . . . . . . . . .