সিলেটে বিদ্যুৎ বিভাগের উদাসীনতা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫, ৯:০৬ অপরাহ্ণসিলেটে বিদ্যুৎ বিভাগের উদাসীনতার কারণে ঝুকি নিয়ে বসবাস করছেন দক্ষিণ সুরমা আলমপুর লামারগাঁও আবাসিক এলাকার জনগণ। বিদ্যুৎ সঞ্চালনের প্রধান লাইনের খুটি বাঁকা হয়ে রাস্তার উপর রয়েছে। যেকোনো সময় খুটিটি হেলে পড়ে মারাত্মক দূর্ঘটনা কিংবা বিপর্যয়ের আশঙ্কায় এলাকাবাসী বার বার বিদ্যুৎ বিভাগে যোগাযোগ করেও সুফল পাচ্ছেন না। মাত্র ৭ মাস আগে নতুন করে টানানো এ খুটির হেলে পড়া দেখে খোদ এলাকাবাসীও কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, যে কোন মুহুর্তে খুটি পড়ে ঘটতে পারে প্রাণহানির ঘটনা। বিষয়টি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ বিভাগকে বারবার জানানোর পরও কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন।
এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলীর সাথে আলাপ করলেই বলেন দুই ঘণ্টার মধ্যে ঠিক করা হবে। নির্বাহী প্রকৌশলী বিভাগ-৩ সময়ের একক কি তা সিলেটবাসী জানতে চায়। সিলেটবাসীর প্রশ্নটি বিদ্যুৎ ও জালানী বিভাগের প্রতিমন্ত্রী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সর্বচ্চ কর্মকর্তাদের কাছে?
. . . . . . . . .