এবার ব্লগার রণদীপম, প্রকাশক টুটুল ও কবি তারিককে কুপিয়ে আহত

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫, ৪:৩৫ অপরাহ্ণরাজধানীর ধানমমন্ডিতে এবার একসাথে তিন ব্লগার লেখক ও প্রকাশকের উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে ব্লগার ও লেখক রণদীপম বসু, শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল ও কবি তারেক রহিমকে কুপিয়ে আহত করে দুবৃত্তরা।
রণদীপম বসু’র শ্যালক অর্ণব জনান, ধানমন্ডিতে প্রকশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের অফিসে অফিসে বসে আড্ডা দিচ্ছিলেন তিনজন। দুপুরের দিকে আচমকা কয়েকজন যুবক এসে তাদের এলোপাতাড়ি কুপাতে থাকে। অর্ণবের ধারণা জঙ্গিরাই এই হামলা চালিয়েছে।
এরআগে রণদীপ নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হামলার কথা জানান। হামলার পর পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এই হামলার খবর নিশ্চিত করে ব্লগার আরিফ জেবতিক লিখেছেন, ব্লগার অভিজিৎ এর প্রকাশক টুটুল ভাই, ব্লগার রনদীপম বসু, তারেকের উপর একটু আগে হামলা হয়েছে।
এদের মধ্যে টুটুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। . . . . . . . . .