ভোলাগঞ্জে পাথুরে সন্ত্রাস, ৪ বছরে প্রাণ গেল ৬ জনের

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫, ৪:২৯ অপরাহ্ণসিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে আধিপত্য বিস্তার নিয়ে একের পর এক খুনের ঘটনা ঘটছে। গত ৪ বছরের কোয়ারিতে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। কোয়ারি থেকে পাথর উত্তোলন, বোমা মেশিন বসানো ও চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিভিন্ন সময় প্রভাবশালীদের মধ্যে সংঘর্ষে এসব প্রাণহানীর ঘটনা ঘটেছে।
ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে আধিপত্য নিয়ে গত শুক্রবার কোয়ারি সংলগ্ন ভোলাগঞ্জ ও কলাবাড়ি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিহত হন শামীম আহমদ ছোটন (২১) নামের এক কলেজছাত্র। ছোটন সিলেট এম.সি কলেজের স্নাতক (পাস) প্রথম বর্ষের ছাত্র ও ভোলাগঞ্জ গ্রামের সমর আলীর ছেলে।
এ ছাড়া ২০১৪ সালের ২৪ অক্টোবর সন্ধ্যায় প্রতিপক্ষের গুলিতে নিহত হন কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ নেতা ও ব্যবসায়ী আবদুল আলী।
২০১৩ সালের ১১ নভেম্বর আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নুরুল আমিন ও হরমুজ আলী নামের দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।
২০১২ সালে কোয়ারী সংলগ্ন দয়ারবাজারের আরেক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা জৈন উদ্দিন খুন হন।
এছাড়াকোয়ারীতে আধিপত্য বিস্তার নিয়েই তেলিখাল ইউনিয়ন চেয়ারম্যান আলফু মিয়ার ছোট ভাই জলফু মিয়া খুন হন।
. . . . . . . . .