মনু নদীতে নিখোঁজ বালাগঞ্জের সৌখিন মাছ শিকারির মৃতদেহ উদ্ধার

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫, ৪:১৯ অপরাহ্ণমৌলভীবাজার শহরের মনু নদীতে মাছ শিকার গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ ইউনুছ মিয়া (৩৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর আজ শনিবার বেলা ১১টার দিকে নদীর ব্যারেজ এলাক থেকে তার মৃতদেহ উদ্ধার করে ডুবুরিদল।
মৃত ইউনুছ মিয়া সিলেটের গোয়লাবাজার এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাতারকাপন গ্রামে বোনের বাড়িতে বসবাস করে আসছিলেন।
সদরের একাটুনা ইউনিয়ন পরিষদ সদস্য সৈয়দ রুমেন আলী জানান- শুক্রবার রাত ৮টার দিকে ইউনুছসহ ৩ জন মনু নদীতে মাছ শিকারে যান।
একপর্যায়ে স্রোতের তোড়ে তাদের নৌকাটি ডুবে যায়। পরে সাঁতরে দুইজন তীরে আসতে সক্ষম হলেও নিখোঁজ হন ইউনুছ মিয়া। পরে খবর পেয়ে ডুবুরিদল এসে উদ্ধারকাজ শুরু করে। শনিবার বেলা ১১টায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুছ সালেক জানান- নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
. . . . . . . . .