শামীম ওসমানের অন্যতম ‘খলিফা’ সারোয়ার আর নেই

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫, ১২:৩৭ অপরাহ্ণনারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ‘চার খলিফার’ অন্যতম খলিফা খ্যাত শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আর নেই।
আজ শুক্রবার পৌনে ১টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। গত প্রায় সতের দিন ধরে সারোয়ার ঢাকার শমরিতা, ল্যবএইড ও সর্বশেষ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা নেন।
ইবনে সিনা হাসপাতালে থাকাবস্থায় তার কিডনি অকেজো হয়ে যায় ও তিনি স্ট্রোক করেন। এর আগে তিনি দীর্ঘদিন ভারতে চিকিৎসাধীন ছিলেন। এপেলো হাসপাতালে নয়দিন কোমায় ছিলেন। পরে তিনি কোমা থেকে ফিরলেও বুকে কফ জমে অসুস্থ হয়ে পড়েন। এসময় তিনি প্রচণ্ড স্বাসকষ্টে ভোগেন।
তবে ঢাকায় চিকিৎসাধীন থাকাকালীন এমপি শামীম ওসমান তাকে একবারের জন্যও দেখতে যাননি।
সারোয়ারের ছোটভাই নগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু জানিয়েছেন, গত ১৭ দিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গোলাম সারোয়ার। প্রথমে তাকে ল্যাব এইডে নেয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে লাইফ সাপোর্টে রাখে। সেটাই তাকে বেশি ক্ষতি করেছে। পরে স্বজনরা তাকে ল্যাব এইড থেকে শমরিতা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি ১০ দিন চিকিৎসাধীন ছিলেন। তারপরও তার শারিরীক অবস্থার উন্নতি না হওয়ায় গত রোববার তাকে সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে নেয়া হয় ইবনে সিনা হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়।
গোলাম সারোয়ার নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি। নারায়ণগঞ্জ বার একাডেমি স্কুল থেকে ইংরেজিতে রেকর্ড নম্বর পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ন হন। ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে তিনি তোলারাম কলেজ থেকে স্নাতক পাস করেন। তোলারাম কলেজে পড়ার সময় থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন।
. . . . . . . . .