শমশের মবীন চৌধুরীর পদত্যাগে আব্দুল কাইয়ুম জালালী পংকীর বিবৃতি

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫, ১২:৩৩ অপরাহ্ণসিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকী এক বিবৃতিতে বলেন, শমশের মবীন চৌধুরীর পদত্যাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন ক্ষতি সাধিত হবে না। কারণ শমশের মবীন চৌধুরী বিএনপিতে যোগদান করেছেন ৭ থেকে ৮ বৎসর মাত্র। যা এক যুগেরও কম সময়। সময় গুলো রাজনীতির জন্য অত্যন্ত অল্প, এই অল্প সময়ে তিনি যে মন্তব্য করেছেন শহীদ জিয়ার আদর্শ থেকে সরে এসেছে বিএনপি, এধরনের মন্তব্য করার জন্য যে রাজনৈতিক অভিজ্ঞতার দরকার সে অভিজ্ঞতা এখনও তিনি অর্জন করতে পারেন নি। বিএনপি একটি বিরাট-বিশাল দল, এই দল সম্পর্কে কোন মন্তব্য করা সহজ নয়।
শমশের মুবীনের পদত্যাগে বিএনপি কোন ভাবে ক্ষতি গ্রস্থ হবে না। কারণ দলের মধ্যে বা সিলেট রাজনীতিতে উনার কোন অবস্থান নেই। সিলেটে তিনি রাজনৈতিক ভাবে অবাঞ্চিতই বলা যায়। কারণ সিলেটের রাজনীতিতে, সিলেটের অত্যন্ত জনপ্রিয় নেতা এম ইলিয়াছ আলীর যোগ্য নেতৃতে শহীদ রাষ্টপ্রতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপির রাজনীতি অত্যন্ত শক্তিশালী ছিল, সিলেটের মাটি বিএনপির ঘাটি হিসাবে পরিচিত।
কিন্ত শমশের মবীনের আগমনে সিলেটের রাজনীতির আকাশে কালো মেঘ দেখা দেয়, ব্যাপক আকারে, দলের মধ্যে সংকট দেখা দেয়, এখন দলের ভিতরের সংকট দূর হবে বলে আমি আশা প্রকাশ করছি। তার পদ ত্যাগে দল বরংঞ্চ লাভবান হবে। দলের কোন ক্ষতি হবে না।
. . . . . . . . .