স্বামীকে ধর্ষণের অভিযোগে স্ত্রীর শাস্তি!

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫, ১২:৩০ অপরাহ্ণস্বামীকে জোর করে যৌন সংসর্গে বাধ্য করার অভিযোগে দক্ষিণ কোরিয়ার এক নারীর বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে দেশটির আদালত।
স্বামীর সঙ্গে ওই নারীর বিবাহবিচ্ছেদের মামলা চলছিল দীর্ঘদিন ধরে। মামলার জন্য প্রমাণ সংগ্রহ করতে স্বামীকে জোর করে ২৯ ঘণ্টা গৃহবন্দী করে রাখেন ওই নারী। সেই সময় স্বামীকে জোর করে যৌন সংসর্গে বাধ্য করেন তিনি। আদালতে প্রমাণিত হয় স্ত্রীর এই ঘটনা ছিল পরিকল্পনামাফিক।
দক্ষিণ কোরিয়ায় দাম্পত্য ধর্ষণে কোনও নারীর শাস্তি নজিরবিহীন। মনে করা হচ্ছে, ওই নারীর জরিমানা সহ কারাদণ্ডের আদেশ দেবে আদালত।
উল্লেখ্য, দাম্পত্য ধর্ষণ বিশ্বের ১০৪টি দেশে বিচারযোগ্য অপরাধ বলে বিবেচিত।
. . . . . . . . .