অতি সুদর্শন হওয়ায় গ্রেপ্তার!

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫, ১২:২৮ অপরাহ্ণসৌদি আরবে এক জনপ্রিয় টিভি অভিনেতা ও উপস্থাপককে অতি সুদর্শন হওয়ায় এবং নারী ভক্তদের সঙ্গে সেলফি তোলার ‘অভিযোগে’ গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।আবদুল আজিজ আল কাসার নামের সৌদি ওই অভিনেতা কুয়েত প্রবাসী। তিনি সম্প্রতি পেশাগত কাজে রিয়াদে আসেন। সেখানে একটি শপিং মলে নারী ভক্তরা তাকে দেখেই চমৎকৃত হন এবং তার সঙ্গে সেলফি তুলতে ভিড় করেন। এ সময় সৌদি আরবের ধর্মীয় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এরপর জামিনে ছাড়াও পান তিনি। ছাড়া পাওয়ার পর তিনি টেলিভিশনে উপস্থিত হয়ে নিজের কাজের পক্ষে যুক্তি তুলে ধরেন।তিনি দাবি করেন, ধর্মীয় পুলিশের আগে থেকেই তাকে ভক্তদের ভিড় সম্পর্কে সতর্ক করা উচিত ছিল।কাসার তার অভিনয় ও উপস্থাপনার জন্য সৌদি আরব ও কুয়েতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন।গালফ নিউজ জানায়, কাসার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তদের উদ্দেশে কেনাকাটার জন্য সেরা শপিং মল নির্বাচন করতে বলেন। এজন্য গত শুক্রবার রিয়াদে অবস্থিত আল নাখাল শপিং মলের প্রচার উপলক্ষে মলটি পরিদর্শনে যান তিনি।
এরপর এক টিভি ইন্টারভিউতে তিনি গালফ রোটানা নেটওয়ার্ককে বলেন, তিনি ভক্তদের এমন দুর্বার উচ্ছ্বাস কল্পনা করেননি।শপিং মলের পোস্ট করা ইউটিউব ও টুইটার ভিডিওতে দেখা যায়, কাসারকে ঘিরে ভিড় করেছেন নারী ভক্তরা। তারা ছবি তোলার জন্য হুড়মুড় শুরু করলে সাদা পোশাক পরিহিত এক ব্যক্তি তাকে সেখান থেকে প্রায় টেনে বের করে নিয়ে যাচ্ছেন।
কাসার বলেন, আমি ভাবতে পারিনি যে পরিস্থিতি এমন হবে। আমি মলে ঢোকামাত্র নারী ভক্তদের অভূতপূর্ব এ উচ্ছ্বাস আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। এরপর একজন আমাকে এখান থেকে বের করে একটি কক্ষে নিয়ে যান। যে কক্ষটি শপিং মলে ‘পুণ্য রক্ষা ও অধর্ম থেকে দূরে রাখা’র জন্য সংরক্ষিত ছিল।তিনি জানান, প্রথমেই তার ফোনটি জব্দ করা হয়। এরপর তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। তার বিরুদ্ধে জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটানো, অপরিচিত নারীর সঙ্গে অবাধে ছবি তোলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপব্যবহারের অভিযোগ তোলা হয়। সূত্র: দি ইনডিপেনডেন্ট
. . . . . . . . .