বুড়ো বয়সে গোপন প্রেম

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫, ১২:২৮ অপরাহ্ণমিডিয়া মুঘল রুপার্ট মারডক চুটিয়ে প্রেম করছেন জেরি হলের সঙ্গে। শিগগিরই তারা এ গোপন প্রেমের কথা প্রকাশ করবেন। রুপার্ট মারডকেরই এক বোন টেক্সাসের সুন্দরী জেরির সঙ্গে মারডকের পরিচয় করিয়ে দেন। জেরি হল হলেন মাইক জ্যাগারের সাবেক প্রেমিকা। তার বয়স ৫৯ বছর। অন্যদিকে বিলিয়নিয়ার মারডকের বয়স ৮৪ বছর।
তারা গোপনে একে অন্যের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। আগামী শনিবার রাগবি বিশ্বকাপের ফাইনাল খেলায় যোগ দিয়ে তারা এই গোপন প্রেমের কথা প্রকাশ করতে পারেন। এরই মধ্যে তারা ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্কে এক সঙ্গে সময় কাটিয়েছেন। তাদের এ সম্পর্কের কথা স্বীকার করেছেন রুপার্ট মারডকের ঘনিষ্ঠ এক পারিবারিক সূত্র। তিনি বলেন, তারা একে অন্যের সাহচর্য্য উপভোগ করছেন। জেরি হল ভীষণ প্রিয় মারডকের কাছে। তারা যে একটি দম্পতি এ নিয়ে কোন প্রশ্ন নেই।
. . . . . . . . .