ক্লাসরুমে ছাত্রীর সঙ্গে পাশবিক আচরণ (ভিডিও)

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫, ১২:২৬ অপরাহ্ণক্লাসরুমে ছাত্রীর সঙ্গে পুলিশের পাশবিক আচরণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মার্কিন সরকার বাধ্য হয়ে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের একটি স্কুলে।
একটি ভিডিওতে দেখা যায় একজন কৃষ্ণাঙ্গ ছাত্রীকে পাশবিক কায়দায় আটক করছে এক শেতাঙ্গ পুলিশ কর্মকর্তা।
ভিডিও ফুটেজ গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার পর জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ওবামা সরকার এ ঘটনার তদন্ত করার নির্দেশ দিতে বাধ্য হয়েছে।
আমেরিকার বিচার বিভাগ ও ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। সোমবার ওই কৃষ্ণাঙ্গ ছাত্রীকে আটক করার সময় ফেডারেল মানবাধিকার আইন লঙ্ঘিত হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে।
১৮ বছর বয়সি ওই ছাত্রীকে আটক করার সময় তার ভিডিও ফুটেজ নিজেদের মোবাইল ফোনে ধারণ করে রাখে সহপাঠীরা।
ক্লাস টিচার ওই ছাত্রীকে তার মোবাইল ফোন বন্ধ করার নির্দেশ দেয়ার পরও সে তা না শোনায় পুলিশের শরণাপন্ন হন শিক্ষক।
এ অবস্থায় পুলিশ কর্মকর্তা বেন ফিল্ডস ওই ছাত্রীকে ঘাড় ধরে তার চেয়ার থেকে টেনে তোলেন এবং ক্লাসের এই প্রান্ত থেকে টেনে-হিঁচড়ে অন্য প্রান্তে নিয়ে যান।
সাউথ ক্যারোলিনা’র কলাম্বিয়া শহরের স্প্রিং ভ্যালি হাই স্কুলের এই ঘটনার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেন পুলিশ ডাকা হলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
ওই ছাত্রীর এক সহপাঠী বলেছেন, আমাদের জীবনের নিরাপত্তা দেয়ার পরিবর্তে আতঙ্ক সৃষ্টি করার কাজে পুলিশকে ব্যবহার করা হচ্ছে।
শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা বেন ফিল্ডস এর আগেও আফ্রিকান-আমেরিকান নাগরিকদের বিরুদ্ধে সহিংস আচরণ করেছেন বলে রেকর্ড রয়েছে।
https://www.youtube.com/watch?v=envSOR7Xz5g&feature=youtu.be . . . . . . . . .