মাঝরাতে পরীর নাচ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৫, ২:১৯ অপরাহ্ণমাঝ রাতে দেখা গেল ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরী মনির নাচ। তবে সেটা কোন স্টেজে নয়, ক্যামেরার সামনে। দর্শকরা দেখবেন পর্দায়।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) চার নম্বর ফ্লোরে বৃহস্পতিবার রাতে ‘আপন মানুষ’ সিনেমার গানের দৃশ্যধারণ হয়েছে। আর এতে অংশ নিয়েছেন পরী মনি।
পরী বলেন, ‘আপন মানুষ’ সিনেমায় মাঝরাতে শুটিং করছি। সিনেমার মতই আপন মানুষদের কাছে আছি। এ টিমের সবাই আমার খুব কাছের মানুষ। বলা যায়, আপন মানুষ।’
শাহ আলম মণ্ডল পরিচালিত সিনেমাটিতে পরী মনির সঙ্গে জুটি হয়ে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। সিনেমাটিতে আরও অভিনয় করছেন সুচরিতা, মিশা সওদাগর, শ্রাবণ শাহ, সাদেক বাচ্চু, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, রেহানা জলি, রেবেকা প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে ইমন খান ফিল্মস।
. . . . . . . . .