সুনামগঞ্জ থেকে ৩৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৫, ২:১২ অপরাহ্ণসুনামগঞ্জ সদর উপজেলার কান্দিগাঁও সীমান্ত থেকে ৩৪৪ বোতল ভারতীয় অফিসার চয়েজ ব্রান্ডের মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার ভোরে আন্তর্জাতিক সীমানা পিলার ১২১৬/১৩ এস সংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরে কান্দিগাঁও এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়।
বিজিবি ব্যাটালিয়ন সুনামগঞ্জ-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ কামরুজ্জামান খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মাদকের মূল্য ৫ লাখ ১৬ হাজার টাকা। বিজিবি সদস্যদের উপস্থিতি ঠের পেয়ে এসময় চোরাচালানিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। সীমান্তে চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধ সহ বিভিন্ন অপতৎপরতারোধে বিজিবি সদস্যরা তৎপর রয়েছে বলেও উপ-অধিনায়ক জানিয়েছেন।
. . . . . . . . .