বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল এখন শাহজালাল মাজারে

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৫, ২:১৩ অপরাহ্ণবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট এসে পৌঁছছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছান। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি শাহজালালা মাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। বেলা ১টায় এ রিপোর্ট লেখার সময় তিনি শাহজালাল মাজারে প্রবেশ করছিলেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব চৌধুরী জানান, হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করে সেখানে জুমার নামাজ আদায় করবেন। এরপর তিনি চলে যাবেন হযরত শাহ পরাণের (রহ.) মাজার জিয়ারতে।
বিকেলে জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের সাথে বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।
এদিকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরে আসার খবরটি সিলেটের শীর্ষ নেতারা জানলেও কেন্দ্রের নির্দেশে তা গোপন রাখছেন। এমনকি দলের মধ্যম সারির নেতাদেরও বিষয়টি জানানো হয়নি।
সিলেট বিএনপির শীর্ষ নেতাদের ধারণা, শমসের মবিনের পদত্যাগের কারণে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাই চেয়ারম্যান তারেক রহমানের কোনো বার্তা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়ত সিলেট এসেছেন।
. . . . . . . . .