রিকাবিবাজারে ভ্যান ভর্তি করে সবজি নিয়ে গেল পুলিশ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৫, ২:০৭ অপরাহ্ণসিলেট নগরীর রিকাবীবাজার থেকে ভ্যান ভর্তি করে সবজি নিয়ে গেছে ট্রাফিক পুলিশ। শুক্রবার সকাল ১১টায় রিকাবিবাজারের সবজি বাজারে এ ঘটনাটি ঘটে।
পুলিশ সবজি নিয়ে যাওয়ার পর ব্যবসায়ীরা রিকাবিবাজার-মেডিকেল সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ ধাওয়া করলে সবজি ব্যবসায়ীরা পালিয়ে যান।
জানা যায়, সিলেট নগরীর রিকাবিবাজার রাস্তার পাশের ফুটপাতে সবজি বাজারে অভিযান চালায় ট্রাফিক পুলিশ। এ সময় সবজি বাজারের বেশ কয়েকটি দোকানের সবজি ভ্যানে করে নিয়ে যায় পুলিশ।
সবজি নেওয়ার প্রতিবাদে সবজি ব্যাবসায়ী সাদ্দম হোসেন, আমিনুল ইসলাম, আব্দুল কুদ্দুস, ইকবাল আহমদ, দুলাল আহমদ, শাহজাহান আহমদসহ শতাধিক ব্যাবসায়ীরা রিকাবিকাজার মেডিকেল সড়ক অবরোধ করে।
এ সময় পুলিশ অবরোধকারীদের ধাওয়া করলে অবরোধকারী ব্যাবসায়ীরা পালিয়ে যায়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক নিকুলিন চাকমা বলেন, রিকাবিবাজারে রাস্তা ও ফুটপাতের উপর সবজির খাঁচা ও বিভিন্ন জিনিসপত্র রেখে যান যা লোকজনের চলাচলে অসুবিধা সৃষ্টি করে। তাই ট্রাফিক পুলিশ এগুলো সরিয়ে নিয়েছে।
. . . . . . . . .