এলাকাবাসীর প্রশ্নে কেনো এই নির্যাতন?

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৫, ১০:১২ পূর্বাহ্ণহবিগঞ্জ সদর উপজেলার পুলিশ লাইন সংলগ্ন গোপায়া গ্রামে স্বামী ও অন্তঃস্বত্তা স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ঐ সময় ঐ এলাকার কতৃপয় কিছু দুর্বৃত্তরা স্বামীকে আটকে রেখে নির্যাতন করেছে। খবর পেয়ে সদর থানার পুলিশ আহত অবস্থায় স্বামী ও স্ত্রীকে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার বিকালে এ নির্যাতনের ঘটনা ঘটে।
পুুলিশ ও আহত সূত্রে জানা যায়, চট্টগ্রাম সদরের বিআরটি এলাকার বাসিন্দা আলমগীর মুন্সির পুত্র সুমন মিয়া (৩০) ও তার ৮ মাসের অন্তঃস্বত্তা স্ত্রী মালেকা বেগম (২৩) কে নিয়ে গোপায়া গ্রামে গত ৩ মাস আগে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছে। সুমন মিয়া পেশায় একজন গাড়ি চালক।
বৃহস্পতিবার দুপুরে তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাসার মালিক ওই এলাকার বাসিন্দা সুরত আলীর পুত্র নায়েব আলী (৩২) ও ধুলিয়াখাল গ্রামের মৃত আতর আলীর পুত্র রাজ্জাক মিয়া (৩৫) সুমন ও মালেকাকে ঘরে আটকে রেখে নির্যাতন চালায়। এ সময় নায়েব আলী ও রাজ্জাক মিয়া লাঠি দিয়ে অমানষিক ভাবে সুমন মিয়াকে পিটিয়ে আহত করে। নির্যাতনের দৃশ্য দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা করিয়ে হেফাজতে নিয়ে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে নায়েব আলী ও রাজ্জাক পালিয়ে যায়।
এব্যাপারে সদর থানা ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, নায়েব আলী ও রাজ্জাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনা নিয়ে শহরে তোলপাড় শুরু হয়েছে।
. . . . . . . . .