মোটরসাইকেল চুরির অভিনব পদ্ধতি [ভিডিও]

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৫, ১০:০৪ পূর্বাহ্ণএকটি দামি মোটরসাইকেলে যতো প্রকার তালা লাগানো বা লক করাই থাক না কেন, তা খুলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সময় লাগে মাত্র ৫ মিনিট। এজন্য আগে থেকেই নিজের কাছে বিভিন্ন মডেলের মোটরসাইকেলের চাবি বানানো থাকে।
অনেক সময় মোটরসাইকেল চুরির আগে কাস্টমারও রেডি থাকে। কম দামে বাইক পেয়ে কাস্টমারও খুশি! এমন কথাই জানিয়েছেন ‘প্রপেশনাল’ এক মোটরসাইকেল চোর মিজানুর রহমান বাবু।
তিনি জানান, মূলত তিনজনের সহযোগিতায় মোটরসাইকেল চুরি করা হয়। এদের মধ্যে একজন মোটরসাইকেলের মালিককে পর্যবেক্ষণ করার দায়িত্বে থাকে। আর ৫ মিনিট সময়ের ব্যবধানে অন্য একজন মোটরসাইকেলের তালা খুলে নির্বিঘ্নে তা চালিয়ে চলে যায়।
ওই সময় অবশ্য একটু অভিনয় করতে হয় মিজানদের। কানে ফোন নিয়ে কথা বলার ভান ধরে অন্য হাতে বাইকের তালা খোলা হয়। এ সময়ের মধ্যে মালিক চলে এলেও সমস্যা নেই। এমন ভাব দেখান যেন তিনি এমনিতেই বাইকের উপর বসে ছিলেন।
https://www.youtube.com/watch?v=lpsIWc927x8&feature=youtu.be . . . . . . . . .