দেহপসারিনী হয়েই ফিরলেন পাওলি (ভিডিও)

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৫, ১০:০৩ পূর্বাহ্ণবলিউডে অভিষেকেই সাড়া ফেলে দিয়েছেন পাওলি দাম। পর্দায় তার সাহসী অবতার দর্শক, সমালোচক – সবাইকে চমকে দিয়েছিল। আবারও হিন্দি সিনেমায় ফিরছেন তিনি। এবার যদিও ঘৃণা নয়, ভালোবাসার গল্পে দেখা যাবে তাকে। তবে এবারও দেহপসারিনীর ভূমিকায়।
পাওলি এ বিষয়ে বললেন, “যদিও আমি এ চলচ্চিত্রে পতিতার ভূমিকায় অভিনয় করছি, এটা আমার আগের সিনেমা ‘হেইট স্টোরি’ থেকে একদম আলাদা। ‘ইয়ারা সিলি সিলি’র মাল্লিকা একজন যৌনকর্মী এবং তার জীবন পুরোপুরি বদলে যায় একটি ছেলের আবির্ভাবে। ‘ইয়ারা সিলি সিলি’ প্রেমকাহিনি, যেখানে ‘হেইট স্টোরি’ ছিল ঘৃণা আর প্রতিশোধের কাহিনি।”
“‘ইয়ারা সিলি সিলি’ নামের সিনেমাটিতে তিনি অভিনয় করছেন মাল্লিকা নামের এক পতিতার চরিত্রে। এবারও তার মুখে শোনা যাবে বেশ কিছু সাহসী সংলাপ।
তবে বিনা কর্তনেই সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে ভারতের সেন্সর বোর্ড। এ বিষয়ে নির্মাতা সুভাষ সেহগাল বলেন, “এমনকি সেন্সর বোর্ডের কর্মকর্তারাও সিনেমাটির প্রশংসা করেছেন, যেহেতু গালিগালাজ এবং সাহসী সংলাপগুলো গল্পে উপযুক্তভাবে ব্যবহৃত হয়েছে।”
৬ নভেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি।
https://www.youtube.com/watch?v=bmQM1XvyxZc&feature=youtu.be . . . . . . . . .