সানি লিওনের নয়া বিতর্ক (ভিডিওসহ)

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৫, ১০:০০ পূর্বাহ্ণদেশ জুড়ে বিতর্কের ঝড় এখনও থামেনি। এর মধ্যে আবারও জন্মনিয়ন্ত্রক পন্যের বিজ্ঞাপনে কাজ করলেন সাবেক পর্নোস্টার সানি লিওন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে বলা হয়েছেন অল্প কয়েক দিনের মধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যমে দেখা যাবে সানির এই নতুন ‘কন্ডোমে’র বিজ্ঞাপন।
পণ্যটির নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বিজ্ঞাপনের বিতর্কের কথা মাথায় না রেখে নতুন এই বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে।
নতুন এই বিজ্ঞাপনের ক্যাপশন দেওয়া হয়েছে ‘ইন দ্য কার উইথ সানি লিওন’।
নতুন বিজ্ঞাপন নিয়ে সানি মন্তব্য, ‘আগের বারের চেয়ে তিনি এই কাজ করে আরও বেশি উপভোগ করেছেন’।
এর আগে একই ব্র্যান্ডের পণ্যের বিজ্ঞাপনে অংশ নেওয়ায় সিপিআই নেতা অতুল কুমার আনজানের রোষানলে পরেন সানি লিওন। তিনি মন্তব্যে করেন, সানি লিওনের ওই বিজ্ঞাপনের জন্য দেশে ধর্ষণ বাড়ছে।
আনজান অভিযোগ করেন, সানি লিওনের ওই বিজ্ঞাপনের কারণে যৌনতা বাড়ছে। এছাড়া ভারতের আরেক জনপ্রিয় মডেল রাখি সাওয়ান্ত সানি লিওনকে ভারত থেকে বের দেওয়ারও আহ্বান জানান।
https://www.youtube.com/watch?v=ac4iTd_KZFQ&feature=youtu.be . . . . . . . . .