বাসর ঘরে নয় বর গেলো কারাগারে

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৫, ১১:২৯ অপরাহ্ণবাসর ঘরে যাওয়া হলো না বর মাহাবুবুর রহমানের। বিয়ের অনুষ্ঠান থেকে বরের বেশেই তাকে যেতে হয়েছে কারাগারে। এ ঘটনা রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের।
বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে বর উপজেলার আলাইপুর গ্রামের মাহাবুবুর রহমান, বরের চাচা মোজাম্মেল হক, মেয়ের বাবা হরিরামপুর গ্রামের জিয়ারুল হক ফেলু ও বিয়ের ঘটক ইমরান হোসেনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হামিদুল ইসলাম তাদের সাজার রায় দিয়েছেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, হরিরামপুর গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর সঙ্গে বিয়ে ঠিক হয় আলাইপুরের মাহাবুবুর রহমানের। বৃহস্পতিবার বিয়ে হওয়ার কথা ছিলো। কিন্তু ওই ছাত্রী বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়ার জন্য দুদিন আগে থানায় লিখিত অভিযোগ করে। পরে বাবাসহ তার নিকট আত্মীয়দের বিষয়টি জানানোর পর বাল্য বিয়ে না দেয়ার অঙ্গীকার করেন তারা।
কিন্তু পরবর্তীতে সেই অঙ্গীকার ভঙ্গ ও সরকারি আইন উপেক্ষা করে ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে বৃহস্পতিবার বিয়ের আয়োজন করে তার পরিবার। বিষয়টি জানার পর বিয়ের অনুষ্ঠান থেকে বরসহ দণ্ডপ্রাপ্তদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ওই সময় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ রায় দেন।
বাংলামেইল
. . . . . . . . .