ডালিমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধারের গুঞ্জন

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৫, ১১:২৮ অপরাহ্ণকক্সবাজার থেকে র্যাব পরিচয়ে অপহৃত যুবক ফেনীর সোনাগাজীর জুলফিকার ইসলাম ডালিমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ির পাংশা উপজেলা থেকে তার দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক হারুনুর রশিদ।
এর আগে, গত বুধবার দুপুরে ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ডালিমকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তার পরিবার।
সংবাদ সম্মেলনে ডালিমের মা জোসনা আরা বেগম দাবি করেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর এম এ মতিউর রহমানের মেয়ে তাসনিম তাবাস্সুম মিমকে বিয়ে করার অপরাধেই ডালিমকে অপহরণ করা হয়েছে।
গত ১৯ অক্টোবর গভীর রাতে র্যাব পরিচয়ে কক্সবাজারের লাইট হাউজ এলাকায় ডালিমের ভাড়া করা বাসা থেকে চোখ বেঁধে মাইক্রোবাসে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর র্যাব ও পুলিশ প্রশাসনের কাছে বার বার ধর্ণা দিয়েও তারা ডালিমের কোনো সন্ধান পায়নি।
রাজবাড়ীর স্থানীয় সাংবাদিক হারুনুর রশিদ জানান, গুলিবিদ্ধ জুলফিকার ইসলাম ডালিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলামেইল
. . . . . . . . .