ফাইনালেও সেই দুই বাংলার লড়াই

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৫, ৭:১৬ অপরাহ্ণপ্রথমবারের মতো আয়োজিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় চট্টগ্রাম আবাহনী ও স্পিনগর বাজান। আফগানিস্তানের ক্লাব স্পিনগরকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত কওে চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় দুই বাংলার ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ইস্ট বেঙ্গল।
তবে ফাইনালে ওঠা হয়নি এপার বাংলার ক্লাব মোহামেডানের। তাদের ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কলকাতার শক্তিশালী ক্লাব ইস্ট বেঙ্গল। তবে শিরোপা নির্ধারণী ফাইনালেও মুখোমুখি দুই বাংলা। শুক্রবার প্রতিক্ষীত ফাইনালে ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী। সন্ধ্যা ৭.৪০ মিনিটে শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
অপরাজিত থেকেই ফাইনালে এসেছে ইস্ট বেঙ্গল। অন্যদিকে ঘরের মাঠে দারুণ খেলে ফাইনালের টিকিট পেয়েছে চট্টগ্রাম আবাহনী। ধারে খেলোয়াড় নিয়ে দারুণ এক দল গড়েছে তারা। তাই ইস্ট বেঙ্গলকে হারিয়ে কাল যদি স্বাগতিকরা শিরোপা উঁচুতে তুলে ধরে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।
কারণ, একদিকে যেমন তারা দারুণ খেলছে। অন্যদিকে ঘরের মাঠের, নিজেদের দর্শকদের সমর্থন পাচ্ছে। সব কিছু মিলিয়ে কালকের ফাইনালে ফেভারিট ধরা যায় চট্টগ্রাম আবাহনীকেই।
তবে ছেড়ে কথা বলবে না কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গল। তারাও যে চাইবে শিরোপা নিয়েই দেশে ফিরতে। তবে শেষ পর্যন্ত শিরোপাটি কাদের হাতে শোভা পায় সেটাই এখন দেখার বিষয়। . . . . . . . . .