ভ্রাম্যমাণ আদালতে বিস্ফোরণ: ২ জন দগ্ধ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৫, ৭:১৩ অপরাহ্ণফেনীর সদর উপজেলায় অবৈধ বালু মহলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিস্ফোরণে ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ দুইজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে মুহুরীগঞ্জে মুহুরী নদী থেকে জব্দ করা পাইপ পেট্রোল ঢেলে পোড়ানোর সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মো. রাশেদুল কাদের।
আহতরা হলেন- উপজেলার ফাজিলপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. শামছুল আলম (৪৫) ও অফিস সহকারী তপন চন্দ্র দাস (৪০)।
শামছুল আলমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তপন চন্দ্র দাসকে ভর্তি করা হয় ফেনী সদর হাসাপতালের বার্ন ইউনিটে।
ভূমি কর্মকর্তা রাশেদুল কাদের বলেন, মুহুরীগঞ্জ রেল ব্রিজের নিচ থেকে দুর্বৃত্তরা অবৈধভাবে বালু উত্তোলন করার সময় বৃহস্পতিবার সকালে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
“আদালতের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে প্রায় ৬০০ ফুট পাইপ জব্দ করা হয়। দুপুরে তাতে পেট্রোল ঢেলে আগুন ধরানো হলে বিস্ফোরণ ঘটে।”
তাদের উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে শামছুল আলমকে ঢাকায় পাঠানো হয়েছে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা বলেন, শামছুল আলমের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
তপন চন্দ্র দাসের শরীরের ৫ শতাংশ পুড়ে গেছে বলে জানান তিনি।
ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, অসাবধানতাবসত এ ঘটনা ঘটেছে। আহতদের দ্রুত চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে।
. . . . . . . . .