‘২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের ফাঁসি হবে’
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৫, ২:৪২ অপরাহ্ণযখন দেশের জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখনই ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামায়াত দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। এর আগেও শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল তারা। অচিরেই সেই গ্রেনেড হামলার বিচার হবে। সেই বিচারের তারেক রহমানের ফাঁসি হবে।
বুধবার বাংলাদেশ যুব মৈত্রী নেতা শহীদ রাসেল আহমেদ খান এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এ কথা বলেন। রাজধানীর তোপখানা রোডে শহীদ রাসেল মঞ্চে এ স্মরণসভার আয়োজন করে যুব মৈত্রী।
মির্জা আজম বলেন, ‘বিএনপি-জামাত জোট সরকার বিরোধী আন্দোলনে তৎকালীন সাম্প্রদায়িক চারদলীয় জোটের সশস্ত্র সন্ত্রাসীদের হাতে ২৮ অক্টোবর ২০০৬ সালে নিহত হয় যুব মৈত্রী নেতা শহীদ রাসেল আহমেদ। বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা রাসেলকে হত্যা করে।’
তিনি বলেন, ‘ভবিষ্যতে সকল হত্যাকাণ্ডের বিচার হবে। শেখ হাসিনা তার দেয়া প্রতিশ্রুতি প্রতিনিয়ত বাস্তবায়ন করে চলছেন। ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছেন তিনি। ২১ আগস্ট গ্রেনেড হামলা আইভি রহমান সহ অনেকে নিহত হয়েছে। সেদিন আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনা বেঁচে গেছেন। সেই হামলা তারেক রহমানের পরিকল্পনায় হয়েছিল। অচিরে তার বিচার হবে। সেই বিচারে তারেক রহমানের ফাঁসি হবে।’
বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি মোস্তফা আলমগীর রতনের সভাপতিত্বে স্মরণসভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নুর আহমদ বকুল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সাবাহ আলী খান কলিন্স উপস্থিত ছিলেন।
. . . . . . . . .