মাইক্রোবাস কেড়ে নিল ফুফি-ভাইঝির প্রাণ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৫, ১০:১২ পূর্বাহ্ণকক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামুতে মাইক্রোবাস কেড়ে নিয়েছে ফুফি ভাইঝির প্রাণ।
বুধবার রাত সাড়ে ৮টায় রামু উপজেলার তেচ্ছিরপুল স্টেশনে রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে।
নিহত ফুফি লাকী মল্লিক (৩৮) রামু তেচ্ছিরপুল এলাকার সুরেস মল্লিকের স্ত্রী ও নিহত ভাইঝি প্রিয়া মল্লিক (১৫) একই এলাকার কাজল মল্লিকের মেয়ে।
রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, ফুফি ভাইঝি রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখি দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লাকী মল্লিক নিহত এবং প্রিয়া মল্লিক গুরুতর আহত হয়।
আহত প্রিয়া মল্লিককে স্থানিয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে রাত ৯টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
ওসি জানান, নিহত ২ জনের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক মাইক্রোবাসটি জব্দ করার চেষ্টা চলছে।
. . . . . . . . .