সৈয়দ মহসিন আলীর আসনে তফসিল ঘোষণা আজ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৫, ৯:৫৪ পূর্বাহ্ণসমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে তার নির্বাচনী মৌলভীবাজার-৩ (রাজনগর) আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণার দিন ধার্য করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার ওই আসনের তফসিল ঘোষণা করা হবে। গতকাল বুধবার ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
মহসিন আলীর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। তার ভিত্তিতেই উপ-নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এ আসনের উপ-নির্বাচন আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী সিঙ্গাপুরের একটি হাসপাতালে গত ১৫ সেপ্টেম্বর মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তার মৃত্যুতে মৌলভীবাজার-৩ আসনটি শূন্য হয়।
. . . . . . . . .