ভ্রাম্যমান আদালতের অভিযান : দুটি বেকারীতে ৬০ হাজার টাকা জরিমানা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৫, ৭:৩০ অপরাহ্ণসদর উপজেলার টুকের বাজার এলাকায় দুটি বেকারীতে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করছে সিলেট জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বেলা ২টা থেকে পরিচালিত টুকের বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন এবং আছমা মোজাম্মেল ।
অভিযানকালে টুকের বাজার এলাকায় রেডি ফুড প্রো: কে পাউরুটি,বিস্কুট, কেক পন্যের অনুকুলে সিএম সনদ নবায়ন না থাকায় ২৪(১)/৩১এর ধারায় ৫০হাজার টাকা জরিমানা এবং টুকের বাজার গৌরিপুর এলাকায় ফুডমার্ক বেকারীকে বন পণ্যেরলেভেল অনুমোদন না নিয়ে ব্যবসা করার দায়ে ১০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
. . . . . . . . .