যুক্তরাজ্যে বেষ্ট সাউথ এশিয়া রেষ্টুরেন্ট এওয়ার্ড পেলেন সিলেটের শরীফ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৫, ৬:৫৬ অপরাহ্ণযুক্তরাজ্যে লাইকা মোবাইল টিফিন কাপ বেষ্ট সাউথ এশিয়া রেষ্টুরেন্ট এওয়ার্ড ২০১৫ বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। যুক্তরাজ্যের ১৩ টি রেষ্টুরেন্ট এই এওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
লন্ডন হাউস অব কমন্স-এ এওয়ার্ড ২০১৫ বিতরন অনুষ্ঠানে ব্রিটিশ এমপি হন কিথ বাজসহ অন্যান্য এমপিরা উপস্থিত ছিলেন।
এতে ফাষ্ট রানার আর্প এওয়ার্ড সিলেটের শরীফ আহমদ পরিচালিত ইষ্টার্ন কাউসিন গিপসহিল রেষ্টুরেন্ট। ইষ্টার্ন কাউসিন গিপসহিল এর সত্বাধিকারী শরীফ আহমদ সিলেট নগরীর হাউজিং এষ্টেট এলাকার স্থায়ী বাসিন্দা সাবেক চেয়্যারম্যান হাজী শফিক আহমেদ এর বড় ছেলে। তার এ এওয়ার্ড প্রাপ্তিতে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটীসহ বাঙালীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
শরীফ আহমদ তার এ পদক প্রাপ্তিতে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এ পদক প্রাপ্তির আনন্দ শুধু আমাদের পরিবারের সফলতা নয় এটা পুরো সিলেট বাসীর সফলতা। তিনি সকলের সহযোগীতায় ইষ্টার্ন কাউসিন গিপসহিল এই সফলতা ধরে রেখে আরো বহুদুর এগিয়ে যেতে পারে সেই দোয়া কামনা করেন।
. . . . . . . . .