ফটো সাংবাদিক ইদ্রিস আলী জামিনে মুক্ত

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৫, ৬:৩৫ অপরাহ্ণব্লগার ও বিজ্ঞান মনস্ক লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় গ্রেফতার হওয়া ফটো সাংবাদিক ইদ্রুস আলী জামিনে মুক্তি লাভ করেছেন। বুধবার দুপুরে তিনি সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত থেকে জামিন লাভ করেন। এরপর বিকেল ৫ টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান ইদ্রিস। সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার ছগির মিয়া জানিয়েছেন, আদালতের জামিন আদেশের প্রেক্ষিতে সন্ধ্যায় ইদ্রিস আলী জেল থেকে ছাড়া পেয়েছেন।
ইদ্রিস আলী দৈনিক সংবাদ ও স্থানীয় দৈনিক সবুজ সিলেট’র ফটো সাংবাদিক হিসেবে কাজ করেন। গত ৭ জুন সিলেট নগরী থেকে সিআইডি পুলিশ ইদ্রিসকে গ্রেফতার করে।
এরপর ৮ জুন আদালতের মাধ্যমে সাত দিনের রিমান্ডে নেওয়া হয় ইদ্রিস আলীকে। প্রায় পাঁচ মাস কারাভোগের পর আজ জামিনে মুক্তি লাভ করলেন ইদ্রিস আলী।
এ হত্যাকাণ্ডের ব্যাপারে রাতেই অজ্ঞাত পরিচয় ৪ জনকে আসামি করে অনন্ত বিজয় দাশের বড়ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। প্রথমে পুলিশ তদন্ত করলেও পরে মামলাটির তদন্তভার সিআইডি’র অর্গানাইজড ক্রাইম বিভাগকে দেওয়া হয়েছে। ইদ্রিস আলীর পর সিলেটের কানাইঘাট থেকে গ্রেফতার করা শাবি ছাত্র মান্নান রাহি আদালতে অনন্ত বিজয় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে। – See more at: http://www.newsmirror24.com/news/details/Media/13609#sthash.mqJ8mlD7.dpuf
. . . . . . . . .