পুুলিশের চোখ ফাঁকি দিয়ে আম্বরখানায় জামায়তের মিছিল

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৫, ৬:২৯ অপরাহ্ণপুলিশের চোখকে ফাঁকি দিয়ে নগরীতে মিছিল সমাবেশ করেছে সিলেট মহানগর জামায়াতের নেতাকর্মীরা। বুধবার বিকেলে জামায়াতের কেন্দ্রঘোষিত লগি-বৈঠার নৃশংস হত্যাযজ্ঞে জড়িত খুনীদের বিচার ও দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবীতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে আম্বরখানা এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়। সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেছেন- জাতীয় সংসদ নির্বাচন বানচাল করে অগণতান্ত্রিক ও অবৈধ সরকারকে ক্ষমতায় আনার জন্যই ২৮ অক্টোবর ঢাকা সহ সারাদেশে একই সময়ে পরিকল্পিতভাবে নারকীয় হত্যাকান্ড সংঘটিত করা হয়েছিল। সেদিন লগি-বৈঠা দিয়ে নিরীহ নেতাকর্মীদের শুধু পিটিয়ে হত্যা করেই ক্ষান্ত হয়নি খুনীরা লাশের উপর নেচে নৃত্য করেছিল। এমন নৃশংস ও নারকীয় হত্যাযজ্ঞে জাতি হতবম্ব হয়ে গিয়েছিল। এরই ধারবাহিকতায় ফখর-মঈনের অবৈধ সরকারের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায়ই বর্তমান সরকার ক্ষমতাসীন হয়েছে। ২৮শে অক্টোবরের লগি-বৈঠার তান্ডব ও নৃশংসতা ইতিহাসের সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধ। এই অপরাধের বিচার বাংলার মাটিতে হবেই ইনশাআল্লাহ। অবৈধ ক্ষমতাসীন সরকার ইতিহাসের নিকৃষ্টতম ও নৃশংস এই হত্যাযজ্ঞের বিচারের বদলে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করেছে। বাকশালী সরকার গণতন্ত্র হত্যা করে জাতির ঘাড়ে একদলীয় স্বৈরশাসন চাপিয়ে দিয়ে দেশকে রাজনীতি শূন্য করার ষড়যন্ত্র করছে। ২৮ অক্টোবরের নৃশংস হত্যাকান্ডের বিচারের দাবি আজ গণদাবিতে পরিণত হয়েছে। ২০০৬ সালের লগি-বৈঠার নারকীয় হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের বিচারের দাবিতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী মো: শাহাজাহান আলী, জামায়াত নেতা মুফতী আলী হায়দার, মু. আজিজুল ইসলাম, হাফিজ মশাহিদ আহমদ, চৌধুরী আব্দুল বাছিত নাহির ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর সেক্রেটারী মাসুক আহমদ প্রমুখ। – See more at: http://www.newsmirror24.com/news/details/Sylhet/13608#sthash.9aaQ480z.dpuf
. . . . . . . . .