মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় হবিগঞ্জের যুবক নিহত

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৫, ৬:১৮ অপরাহ্ণমালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি নির্মানাধীন ভবনের ক্রেন ছিড়ে নাসির মিয়া (৩০) নামের একজন বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ২৭ অক্টোবর সকাল নয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত নাসিরের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দুর্গাপুরের নজরপুর গ্রামে। তিনি আফসার মিয়ার ছেলে।
জানা যায়, নাসির মিয়া সহ তার সহকর্মীরা ক্রেনের নিচে সিমেন্ট ভরে দিচ্ছিলো। হঠাৎ ক্রেনের তার ছিড়ে গেলে পুরো ক্রেনটি কয়েকশ’ ফুট উপর থেকে নাসিরের উপর পড়ে। এতে তার দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান নাসির। ঘটনার পর পুলিশ এসে লাশ নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ এখনো মালয়েশিয়ান পুলিশ হেফাজতে রয়েছে।
উল্লেখ্য, দুর্ঘটনায় নিহত নাসির জীবিকার জন্য ২০১৩ সালের শেষ দিকে মালয়েশিয়া এসেছিল। কঠিন শ্রমের টাকায় কোনমতে দেশে তার সংসার চলতো। নাসিরের নির্মম মৃত্যুতে পরিবারের সে পথটিও বন্ধ হয়ে গেল।
নিহত নাসিরের এক সহকর্মী জানান নাসির ডিসেম্বরে বাড়ি যেতে চেয়েছিলো।
নিহত নাসিরের এক আত্মীয় জানান, তার লাশ দেশে প্রেরণের জন্য স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশিরা অর্থ সাহাস্য সংগ্রহ করছেন। মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটি নেতা ও জালালাবাদ এসোসিয়েশন সভাপতি সোনাহর খান রশিদ বলেন- নিজের স্বদেশি এ ভাইটির লাশ দেশে প্রেরণের জন্য আমরা চাঁদা তুলে দিচ্ছি।
– See more at: http://www.sylhetview24.com/news/details/Sylhet/41743#sthash.zNRh9n8h.dpuf
. . . . . . . . .