দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ আটক ১

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৫, ৬:০৮ অপরাহ্ণদক্ষিণ সুরমার পিরোজপুর থেকে ১৪৭ পিস ইয়াবা সহ সুমন আহমেদ নামে একজনকে আটক করেছে র্যাব-৯। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এএসপি মাঈদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল দক্ষিণ সুরমা থানাধীন ‘‘পিরোজপুর গ্রামস্থ’’ এলাকায় অভিযান চালিয়ে উপহার কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে আটক করে।
উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত আসামীকে এসএমপি‘র দক্ষিণ সুরমা থানায় মামলা মূলে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। আটককৃত সুমন আহমেদের বাড়ি কমলগঞ্জে। সেই ওই উপজেলার শ্রীনাথপুরের মৃত নিজাম উদ্দিনের ছেলে বলে র্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। . . . . . . . . .