জকিগঞ্জের পা হারানো মানিকের শয্যা পাশে শিক্ষার্থীরা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৫, ৯:২১ পূর্বাহ্ণজকিগঞ্জ থেকে সংবাদদাতা :
জকিগঞ্জ ইউপি আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে পা হারানো আব্দুল মানিকের শয্যা পাশে গিয়ে শিক্ষার্থীরা আব্দুল মানিকের শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজ খবর নিয়ে নির্মম এ ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি জানিয়েছেন সেবা মূলক সংগঠন লাল সবুজ ছাত্র ফোরামের শিক্ষার্থীরা।
পা হারানো আব্দুল মালিক আর্থিক সমস্যার কারণে চিকিৎসা ছাড়াই বিছানায় আর্তচিৎকার করছেন। হাসি মুখের মানিকের চোখে এখন শুধু শারীরিক যন্ত্রণার কান্না। মালিকের শয্যা পাশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আবুল কালাম, যুবলীগ নেতা শাহিন আহমদ, সাংবাদিক আল হাছিব তাপাদার, আব্দুর রহমান জীবন, ফারুক আহমদ, মাহিন আহমদ, সাহেদ আহমদ, মঞ্জুর আহমদ, মাহিয়া আহমদ মাহমুদ, সাকুল আহমদ, জাহাঙ্গীর আহমদ সুমন, লিমন আহমদ, রিন্টু বিশ্বাস, রাসেল আহমদ প্রমুখ।
উল্লেখ্য গত ৮ অক্টোবর রাতে প্রতিপক্ষকরা নিজ বসত ঘরে ঢুকে তার পা কর্তন করে পালিয়ে যায়। এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।
. . . . . . . . .