তিন নারীকে নগ্ন করে সৌদি প্রিন্সের কাণ্ড!

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৫, ৯:১২ পূর্বাহ্ণএকে প্রিন্স। তার ওপর সৌদি আরবের। একটু-আধটু নারী মোহ থাকবে না! তা না হলে আবার প্রিন্স কিসের! মজিদ আবদুল আজিজ আল সৌদ। বয়স ২৯। যৌবন টইটম্বুর। অগাধ ঐশ্বর্য। সঙ্গে প্রবল ক্ষমতার অধিকারী। গিয়েছিলেন আমেরিকায় ছুটি কাটাতে। তা দরকার ছিল একটু নারীসঙ্গ।
কিন্তু এক নারীতে কী আর প্রিন্সের মন ভরে? তাই তলব, তিন তিনজন আমেরিকান সুন্দরীকে বেভারলি হিলস ম্যানসনে। ওই তিন সুন্দরী নারীকে ডাকা হয়েছিল হাউসকিপারের কাজ করার জন্য। কিন্তু তিন দিন ধরে সেই গল্প মোড় নেয় অপরাধের উপন্যাসে।
ওই তিন নারীকে যথেচ্ছ যৌন অত্যাচার করেও স্বাদ মিটছিল না প্রিন্সের। বিছানায় মনের আনন্দে সব খেলা খেলে ফেলে, প্রিন্স ওই তিন নারীকে নগ্ন করে সুইমিং পুলে দাঁড় করিয়ে দেন। এটাতেই নাকি তাঁর যৌন তৃপ্তি হবে। ওই তিন নারীর সামনে দাঁড়িয়ে হস্তমৈথুন করেন প্রিন্স। সঙ্গে কোকেনও নিতে থাকেন অবিরত।
অবশেষে এক নারী স্থানীয় থানায় খবর দেন। এবং পরে মজিদ আবদুল আজিজ আল সৌদকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু ছাড়া পেলে প্রিন্সের ফের যৌন ক্ষুধার সামনে কত নারীর প্রয়োজন হবে, তা কী করে জানা যাবে!
সূত্র : মেইল অনলাইন
. . . . . . . . .