ধর্ষণ করলেন ‘ফকির বাবা’

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৫, ৯:১১ পূর্বাহ্ণরাজধানীর লালাবাগে আবদুল মালেক নামে এক ‘ফকির বাবা’র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার পোশাককর্মী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার অভিযোগের সত্যতা সম্পর্কে বুঝতে পারবেন চিকিৎসকরা।
জানা গেছে, পূর্বরামপুরার বাসিন্দা এই পোশাকশ্রমিক গত কয়েকদিন ধরে পেটব্যথায় ভুগছিলেন। বিষয়টি তার ফুফু জোবেদা বেগমকে জানালে তিনি আজিমপুর শাহ সাহেব বাড়ির ‘ফকির’ আবদুল মালেকের কাছে যাওয়ার পরামর্শ দেন। সে মোতাবেক আজ সোমবার সকালে ওই পোশাককর্মী তার ফুফুর সঙ্গে সেখানে যান। যাওয়ার পর আব্দুল মালেক ওই পোশাককর্মীকে এক ঘরে বসতে দিয়ে তার ফুফুকে অন্য ঘরে বসতে বলেন। এই সুযোগে আবদুল মালেক তার সহযোগী রাসেলের সহায়তায় পোশাকশ্রমিককে ধর্ষণ করেন বলে অভিযোগ পোশাকশ্রমিকের। এরপর বিকেলে জোবেদা বেগম ওই পোশাকশ্রমিককে নিয়ে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
. . . . . . . . .