বাংলাদেশে গোপনে মুক্তি পাচ্ছে দেবের খোকা-৪২০!

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৫, ১০:১৭ অপরাহ্ণঢাকাই চলচ্চিত্র শিল্পীদের বিরোধীতা সত্ত্বেও আমদানীকৃত ভারতীয় সিনেমা খোকা ৪২০ মুক্তি পাচ্ছে শুক্রবার ৩০ অক্টোবর। সিনেমাটিতে অভিনয় করেছেন কলকাতার নায়ক দেব। এর আগে ভারতীয় অন্যান্য শিল্পীর সিনেমা মুক্তি পেলেও দেব অভিনীত সিনেমা এই প্রথমবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে। যদিও সিনেমাটি কলকাতায় ২০১৩ সালে মুক্তি পায়।
জানা গেছে, কোনো প্রচার প্রচারণা ছাড়াই গোপনে বেশ কয়েকটি হলে সিনেমাটি মুক্তি দেওয়ার সকল প্রস্তুতি নিয়েছে সিনেমাটির আমদানীকারকরা।
এ দিকে বাংলাদেশে ছবি ভালোবাসতে মন লাগে একই দিনে মুক্তি পাবে। জাতীয় খেলা কাবাডিকে উপজীব্য করে গড়ে উঠা গল্পের সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত হৃদয় চৌধুরী ও নির্জনা। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, আসিফ ইকবাল, পূজা, গুলশান আরা বেগম, সিমান্ত প্রমুখ।
এ সিনেমায় মোট পাঁচটি গান রয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন- মমতাজ, ন্যানসি, বেবী নাজনীন, কোনাল ও রুপম। সংগীতায়োজন করেছেন ফিরোজ প্লাবন। অন্যদিকে সিনেমাটির টাইটেল গান ‘ভালোবাসতে মন লাগে’তে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ন্যান্সি ও রুপম।
কাবাডি খেলা কেন্দ্রিক চলচ্চিত্র ভালোবাসতে মন লাগে নির্মাণে সার্বিক সহযোগীতা করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
সব মিলিয়ে এ শুক্রবারে প্রতিযোগিতা হবে বাংলাদেশের হৃদয় চৌধুরী ও নির্জনা ও কলকাতার দেব-শুভশ্রীর মধ্যে।
এর আগে বাংলাদেশে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমাগুলোকে বাংলাদেশের দর্শক না দেখে প্রত্যাখ্যান করেছেন বলে চলচ্চিত্রবোদ্ধারা মনে করেন। এবার দেখার পালা খোকা ৪২০ সিনেমাটিকে দর্শক কতটা গ্রহণ করেন।
. . . . . . . . .