ফাইনালে চোখ মোহামেডান-ইস্ট বেঙ্গলের

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৫, ১০:১১ অপরাহ্ণশেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাদের প্রতিপক্ষ ভারতীয় ক্লাব কলকাতা ইস্ট বেঙ্গল। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে সন্ধ্যা ৭টা ৪০মিনিটে শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
বি গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হিসাবে সেমিতে উঠে এসেছে ইস্ট বেঙ্গল। অন্যদিকে ইনজুরিতে জর্জরিত ঢাকা মোহামেডান এসেছে এ গ্রুপ রানার্স আপ হিসাবে। তবে ফাইনালে যেতে মরিয়া দুই দলই।
এবারের টুর্নামেন্টে পূর্ণ শক্তি নিয়ে আসেনি ইস্ট বেঙ্গল । তারপরও মাঠে দুর্দান্ত খেলছে তারা। এ প্রসঙ্গে দলের কোচ বিশ্বজিৎ বলেন, ‘প্রথম দিনে অনেকে বলেছিলেন, ইস্ট বেঙ্গলের এবারের দলটি বি দল ও অনূর্ধ্ব-১৯ দলের মতো। আমি বলেছিলাম, এরা ইস্ট বেঙ্গলের প্রধান দলের মতোই খেলব। তরুণ ফুটবলাররা বেশ ভালো পারফরম্যান্স করেছে। আপনারা তো দেখলেনই কীভাবে দিবেন্দু গোলপোস্ট সামলে আমাদের সেমিতে নিয়ে এল। এবার আমাদের লক্ষ্য ফাইনাল খেলা।’
অন্যদিকে সেমির আগে চোটে কাহিল মোহামেডান শিবির। মূল একাদশের ইব্রাহিম, জীবন জ্বরে আক্রান্ত। জাতীয় দলের খেলোয়াড় জুয়েল রানা মাঠেই নামতে পারলেন না অসুস্থতার জন্য। অসুখের পাশাপাশি রয়েছে ক্লান্তি। সব মিলিয়ে একাদশ নিয়ে চিন্তিত মোহামেডান কোচ জসিমউদ্দিন জসি, ‘একাদশ নিয়ে চিন্তায় রয়েছি। এখনও সিদ্ধান্ত নিতে পারিনি। ইনজুরি,অসুস্থতা ও ক্লান্তি এই তিন মিলিয়ে কাজটি কঠিন হয়ে গেছে। তবে আমরা ফাইনালের আশা ছাড়ছি না।’
তবে এক দিক থেকে ইস্ট বেঙ্গলকে এগিয়ে রাখছেন কোচ জোসী। তিনি বলেন, ‘ইস্ট বেঙ্গলের ম্যাচ ভিডিও নিয়ে বিশ্লেষণমূলক কাজ করতে পারিনি। ওদের দলের অধিকাংশ খেলোয়াড় তরুণ। ইনজুরি নেই, সবাই সতেজ। এটা তাদের বাড়তি সুবিধা।’
. . . . . . . . .