আদালতের রায়ে বাতিল হল ব্রিটেনের সর্ববৃহৎ মসজিদ নির্মাণ প্রকল্প

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৫, ১১:৩২ অপরাহ্ণমসজিদ নির্মাণ নিয়ে ১৬ বছর চলা একটি মামলার রায়ে বাতিল হয়ে গেল ব্রিটেনের সর্ববৃহৎ মসজিদ নির্মাণের একটি প্রকল্প। পূর্বলন্ডনের ওয়েষ্টহ্যামে দেশটির সর্ববৃহৎ মসজিদ তৈরি করতে চেয়েছিল তাবলিগ জামাত। এ নিয়ে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে তাদের মামলা চলে দীর্ঘ ১৬ বছর। সম্প্রতি এক আদেশে ওই মসজিদ নির্মাণের বিরুদ্ধেই রায় দিয়েছেন ব্রিটেনের আদালত।
প্রকল্পের পরিকল্পনায়, দুই লাখ ৯০ হাজার বর্গফুটের মসজিদ তৈরির পরিকল্পনা করেছিল তাবলিগ জামাত। পরিকল্পনায় ছিল, নারী ও পুরুষদের জন্য দুটি নামাজ কক্ষ করা হবে। আরো একটি হলঘর হবে দুই হাজার বর্গফুটের। একসঙ্গে মসজিদে নামাজ পড়তে পারবে ৯ হাজার ৩০০ জন। আর মসজিদের মিনার হওয়ার কথা ছিল ১৯০ ফুট।
তবলিগ জামাতের সঙ্গে সন্ত্রাসবাদের যোগসূত্র আছে বলে দাবি করে টেলিগ্রাফের একটি প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান, আফগানিস্তান ও যুক্তরাজ্যের সন্ত্রাসী হামলা ও সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ করতে যুক্তরাজ্য তাবলিগ জামাতের কয়েকজন সদস্য অভিযুক্ত হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় মসজিদের মূল ওয়েবসাইটের এক ভিডিওতে এর পরিকল্পনার প্রধান বিরোধিতাকারী অ্যালান ক্রেগ ও তাঁর পরিবারকে প্রচ্ছন্নভাবে মৃত্যুর হুমকি দেওয়া হয়। এ ছাড়া মসজিদ নির্মাণের জন্য রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এ ছাড়া মসজিদের জন্য আন্দোলনে বর্ণবৈষম্য করারও অভিযোগ পাওয়া গেছে।
টেলিগ্রাফ জানিয়েছে, মসজিদ নির্মাণের বিরুদ্ধে রায়ে বড় ভূমিকা কমিউনিটি সেক্রেটারি গ্রেগ ক্লার্ক। তিনি জানিয়েছেন, স্থানীয় এলাকাবাসীর জন্য বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। স্থানীয় এলাকাবাসীর সমস্যার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রিটেনের কট্টর বর্ণবাদী দল ইডিএল ও বিএনপি শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিল। এলাকার জন্য বিষয়টি ২০১২ সালেই স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে মসজিদ নির্মাণের পরিকল্পনা বাতিল হয়। এর পরও গত গ্রীষ্মে তাবলিগ জামাত বিষয়টি নিয়ে সরকারের কাছে আবেদন করে। তবে রাজনৈতিকভাবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সিদ্ধান্ত নিতে দীর্ঘ সময় নিয়েছে ব্রিটিশ সরকার।
. . . . . . . . .