রাজন হত্যা মামলার রায়ের তারিখ মঙ্গলবার ঘোষণা করা হতে পারে

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৫, ১১:০৯ অপরাহ্ণশিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। সোমবার দ্বিতীয় দিনে ৫ জনসহ দুই দিনে মোট ৯ আসামির পক্ষে-বিপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শোনেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা। সন্ধ্যা পৌনে ছয়টায় আদালতের বিচার কার্যক্রম মুলতবি করা হয়।
মঙ্গলবার মামলার প্রধান আসামি কামরুল ইসলাম, ময়না, পাবেল ও শামীমের পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবেন আইনজীবীরা। তাদের পক্ষের সরকারি আইনজীবী হিসেবে অ্যাডভোকেট শাহ আলমকে নিযুক্ত করা হয়েছে।
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ সাংবাদিকদের জানান, মঙ্গলবার অন্য চার আসামির পক্ষে যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন ধার্য করবেন আদালত।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শওকত আলী বলেন, আলোচিত এ মামলার সাক্ষ্যগ্রহণকালে আসামিপক্ষের আইনজীবীরা বলেছিলেন, রাজনকে নির্যাতনের ভিডিওচিত্র ভুয়া। অখচ যুক্তিতর্ক উপস্থাপনকালে তারা বলছেন, যারা ভিডিওচিত্রে ছিলেন না তারা নির্দোষ।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব সাংবাদিকদের বলেন, দু’দিনে ৯ জনের পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। মঙ্গলবার কামরুলসহ অন্য চারজনের পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।
. . . . . . . . .