দুই মিনিটে ব্লক হবে কূটনীতিক পাড়া!

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৫, ১০:৫৫ অপরাহ্ণপরপর দুই বিদেশি নাগরিক খুনের পর কূটনীতিক পাড়ায় ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে যাতে যে কোনো ঘটনা ঘটার পর মাত্র দুই মিনিটের মধ্যে ব্লক করে ফেলা যায় পুরো এলাকা।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ইতালীয় নাগরিক সিজার তাভেল্লা হত্যার পরই রাজধানীর কূটনীতিক পাড়া গুলশান, বনানী ও বারিধারায় পোশাকধারী এবং সাদা পোশাকে পুলিশ এবং গোয়েন্দা নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ফুট পেট্রোল (হেঁটে টহল), মোটর সাইকেল পেট্রোল, সিসি ক্যামেরা এবং চেকপোস্টের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। এছাড়া পুরো নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে এসব এলাকায় যেন অঘটন ঘটার মাত্র দুই মিনিটের ব্লক করে দেয়া হবে পুরো এলাকা। যাতে অপরাধী কোনভাবেই এসব এলাকা থেকে পালাতে না পারে। এরপর ব্লু রেইড দিয়ে ধরা হবে অপরাধীকে।
এছাড়া রাজধানীর যেখানেই যেসব বিদেশি থাকছেন এবং কাজ করছেন এবং বিভিন্ন দেশের দূতাবাসগুলোরও নিরাপত্তা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি মজবুত করা হয়েছে। সবচেয়ে বেশি জোরদার করা হয়েছে গোয়েন্দা তৎপরতা।
. . . . . . . . .